coiffure ronaldo: সেই হেয়ারস্টাইলের জন্য ক্ষমা চাইলেন রোনাল্দো – le footballeur brésilien emblématique Ronaldo s’excuse pour sa coiffure controversée après 19 ans


259
281 shares, 259 points
coiffure ronaldo: সেই হেয়ারস্টাইলের জন্য ক্ষমা চাইলেন রোনাল্দো - le footballeur brésilien emblématique Ronaldo s'excuse pour sa coiffure controversée après 19 ans

এই সময়: দীর্ঘ ১৯ বছর পর সেই অদ্ভুত অর্ধবৃত্তাকার চুলের স্টাইলের জন্য ক্ষমা চাইলেন রোনাল্দো (La coiffure de Ronaldo)। ক্রিস্তিয়ানো নয়, ব্রাজিলিয়ান রোনাল্দো। যিনি এখন রিয়াল বায়াদোলিদ ক্লাবের প্রেসিডেন্ট।

স্পেনের এক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে গিয়ে রোনাল্দো বলেন, ‘জঘন্য হেয়ারস্টাইল ছিল। আমি সেই সব মায়েদের কাছে ক্ষমা চাইছি, যাঁদের ছেলেরা তখন আমাকে দেখে ওই রকম হেয়ারস্টাইল করেছিল। ‘২০০২ বিশ্বকাপে রোনাল্দোকে ওই হেয়ারস্টাইলে দেখার পর সত্যিই বিশ্বজুড়ে তাঁর অনেক ভক্ত ওই রকম হেয়ারস্টাইল করেছিল।

তাঁর রোনাল্দো নাম কী করে হল? রোনাল্দো শুনিয়েছেন সেই গল্প, ‘আমার বাবা-মার সে রকম অর্থ ছিল না। আমার ডেলিভারি বিনামূল্যে করেছিলেন ডাক্তার। সেই ডাক্তারের নামেই আমার নাম রাখা হয় রোনাল্দো। বাবা সমুদ্রের ধার থেকে তিন কেজি চিংড়ি জোগাড় করে দিয়ে এসেছিলেন ডাক্তারকে। ‘

এখনও রোনাল্দোর কাছে সবচেয়ে বেশি গর্বের বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডনের সার্টিফিকেট। রোনাল্দোর কথায়, ‘আমাকে উনি বলেছিলেন, তুমি ফুটবলের মাইকেল জর্ডন। আমার মনে হয় এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় সার্টিফিকেট। ‘

তাঁর কেরিয়ারে সেরা গোল কোনটি? রোনাল্দোর জবাব, ‘আমি আমার সব গোল ভালোবাসি। ওরা আমার সন্তানের মতো। ‘এ সব বলার পরেও রোনাল্দো বেছে নিয়েছেন দুটি গোল। তাঁর কথায়, ‘আমি সব সময়েই ২০০২ বিশ্বকাপ ফাইনালের দুটো গোলকে সেরা বলি। হয়তো গোল দুটো সুদৃশ্য নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। ‘জুড়ে দিয়েছেন,’ তার দু’বছর আগে কেউ বিশ্বাস করতে পারেনি আমি আবার ফুটবল খেলব। কিন্তু আমি ওই বিশ্বকাপে টপ স্কোরার হয়েছিলাম, বিশ্বকাপও জিতেছিলাম। ওই দুটো গোল আমার দু’বছর ধরে কঠোর পরিশ্রমের ফল। ‘
কেমন আছেন সুনীল ছেত্রী? জানতে পড়ুন
তাঁর এক ভক্ত তাঁকে ২৫৬ নাটমেগের ভিডিয়ো ক্লিপিং পাঠিয়েছেন। নাটমেগ অর্থাৎ কি না কাটিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ ফুটবলারের দু’পায়ের ফাঁক দিয়ে বল গলানো। রোনাল্দো নিজে অভিভূত ভিডিয়ো দেখে। তাঁর মন্তব্য, ‘আমার নিজের মনে নেই আমি অতগুলো নাটমেগ করেছিলাম বলে।’
টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

N’oubliez pas de ppartager l’article sur Instagram et WhatsApp) !


Like it? Share with your friends!

259
281 shares, 259 points

0 Comments

Your email address will not be published. Required fields are marked *